গৌরনদী
গৌরনদীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও পুরস্কার প্রদান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৭ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে “পরিবার পরিকল্পনা জনগনের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” শ্লে¬াগানকে সামনে রেখে মঙ্গলবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবসের বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স চত্বর থেকে র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবার পরিকল্পনা কার্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা ও পুরুস্কার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমূল্য রতন বাড়ৈ, উপজেলা যুব উন্নয়ন অফিসার খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার নাগ, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, বার্থীর ইউপি সদস্য মোঃ খায়রুল আহসান খোকন। স্বগত বক্তব্য রাখেন মা ও শিশু কল্যান কেন্দ্রের ইনচার্জ ডাঃ মোঃ ফরিদুজ্জামান, বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ্ মোঃ আব্দুল হান্নান, এফডব্লিউভি বার্থী শিরিন মমতাজ, চাঁদশী হেলেনা সরকার রিনা, খাঞ্জাপুর আবু আবদুল্লাহ, বার্থী মোঃ তোফাজ্জেল হোসেন, টিএফপিএ এস,এম, নাজমুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন এফপিআই সরিকল মোঃ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানে সেরা কাজের জন্য চারজনকে সম্মাননা ক্রেষ্ট প্রদানকরা হয়।