গৌরনদী
গৌরনদী থেকে অপহৃতা কিশোরীকে কাওড়াকান্দি থেকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর সংলগ্ন সুন্দরদীতে মামা বাড়ি বেড়াতে এসে অপহরন হয় উজিরপুরের কিশোরী স্কুল ছাত্রী অঙ্কিতা বিশ্বাস (১৪)। অপহরনের ৯ দিন পর গৌরনদী থানা পুলিশ মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট এলাকা থেকে অপহৃতাকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করেন।
উজিরপুর উপজেলার বরাকোঠা গ্রামের জয়দেব বিশ্বাসের স্কুল পড়–য়া কন্যা তার মামা বাড়ি উপজেলার টরকী বন্দরের ওষধ ব্যবসায়ী সুজন সরকারের বাড়িতে বেড়াতে আসে। গত ২৮ জুন কৌশলে ওই কিশোরীকে অপহরন করে গৌরনদী পৌর সভার লাখেরাজ কসবা মহল্লার শাহ রোকনের পুত্র মশিউর রহমান শাহ (২৫)সহ তার সহযোগীরা। এ ঘটনায় অপহৃতার মামা সুজন সরকার বাদি হয়ে ওই দিন রাতে গৌরনদী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদ হোসেন বিভিন্ন স্থানে অভিযান চালায়। বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে কাওড়াকান্দি ৪ নং ঘাট থেকে কিশোরীকে উদ্ধার করে শুক্রবার সকালে গৌরনদী থানায় নিয়ে আসেন। শুক্রবার দুপুরে অপহৃতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করা পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেয়ার জন্য আদালতে প্রেরন হয়েছে।