গৌরনদী
উজিরপুরে ব্রিজ ধসে পড়ে আহত-৭, নিঁখোজ-২, ট্রলার মালিক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর উপজেলার সানুহার ধামুরা সড়কে ধামুরা বন্দর সংলগ্ন বিজ্রটি মঙ্গলবার রাতে ধসে পড়ে বিধ্বস্ত হয়েছে। এসময় ব্রিজের উপর থাকা ৭ জন আহত হয়েছে। ঘটনার পর থেকে ধামুরা বাজারের সঙ্গে সকল ধরনের যোাগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছ। বরিশাল, উজিরপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ উদ্ধার কাজ অব্যহত রেখেছে। রাতেই পুলিশ ট্রলার মালিক রবিউলকে গ্রেপ্তার করেছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, উজিরপুরের ধামুরা এলাকার ব্যবসায়ী সিরাজ উদ্দিন মাদারিপুর থেকে ইট ক্রয় করে একটি ট্রলার ভাড়া নিয়ে ইট ভর্তি করে গতকাল বিকেলে ধামুরার উদ্দেশ্যে ছেড়ে আসে। গতকাল সন্ধ্যা প্রায় পোনে ৭টার দিকে ট্রলারটি ধামুরা বন্দর সংলগ্ন প্রধান ব্রিজের কাছে পৌছলে ব্রিজের সঙ্গে ট্রালারটির ধাক্কা লেগে ব্রিজের অর্ধেকের বেশী বিধস্ত হয়ে খালের মধ্যে পড়ে যায়। এসময় পারাপারের জন্য ব্রিজের উপর থাকা রাজীব মজুমদার(৩০), জুয়েল হাওলাদার(২৯) রাসেল বাবু(২৮), বাবু হাওলাার(৩২)আবুল হোসেন(৩০)তোফাজ্জেল হোসেন(২৮)সহ ৭জন ব্রিজ ভেঙ্গে খালের মধ্যে পড়ে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উজিরপুর, বরিশাল ফায়ার সার্ভিস কর্মি ও উজিরপুর মডেল থানার পুলিশ। তারা উদ্ধার তৎপরতায় অংশ নেন। উদ্ধার কর্মি ও স্থানীয়দের ধারনা ট্রালার ধাকা দুই শ্রমিক নিখোজঁ রয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার (এ রির্পোট লেথা পর্যন্ত সোয়া ৯টা) ) বলেন, উদ্ধার তৎপরাতা অব্যহত রয়েছে। ১/২ জন নিখোজ থাকতে পারে।