গৌরনদী
লিটন বাশারের মৃত্যুতে ॥ গৌরনদী রিপোর্টার্স ইউনিটির স্মরনসভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সাংবাদিক লিটন বাশার ছিলেন দক্ষিানাঞ্চলের নির্যাতিত সাংবাদিকদের পরম বন্ধু ও প্রতিবাদী কণ্ঠস্বর। যে কারনে স্বল্প সময়ে লিটন বাশার সাংবাদিক বান্ধব হিসেবে প্রতিষ্ঠিত ও সুপরিচিতি লাভ করেন। সত্য বস্তুনিষ্ঠ সাংবাদিক হিসেবে তরুন সাংবাদিক ও নতুন সাংবাদিক প্রজন্মের কাছে লিটন বাশার আদর্শের প্রতীক হিসেবে চিরকাল বেঁচে থাকবেন। গতকাল গৌরনদী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক, দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরোচীফ ও দখিনের মুখ পত্রিকারর সম্পাদক সাহসী সাংবাদিক লিটন বাশারের স্মরন সভায় কথাগুলো বলছিলেন বরিশালের সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির। তিনি আরো বলেন, সাহসী সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে দক্ষিনাঞ্চলের সাংবাদিক সমাজের অপুরনীয় ক্ষতি হয়েছে এবং সাংবাদিকরা একজন অভিভাবককে হারালেন।
গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরন সভায় আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইউনিটির উপদেষ্টা মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, সাবেক প্রচার সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আনিসুর রহমান, সাধারন সম্পাদক শামীম মীর, রিপোটার্স ইউনিটির সহ-সভাপতি আবু সাঈদ খোন্দকার, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, বন্ধুসভার সভাপতি ও ইউনিটির সদস্য পলাশ তালুকদার, দৈনিক নয়া দিগন্তের গৌরনদী সংবাদদাতা এইচ,এম, সুমন, বাংলাদেশ বানীর গৌরনদী প্রতিনিধি লোকমান হোসেন রাজু, ডাঃ বিনয় কৃঞ্চ শিয়ালী। দোয়া মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক দৈনিক সকালের খবরের গৌরনদী প্রতিনিধিবেলাল হোসেন।