গৌরনদী
উল্লাস সাহিত্য পরিষদের ঈদ পূনর্মিলনী ও সাহিত্য আসর অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের উদ্যোগে গতকাল লক্ষনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ঈদ পূনর্মিলনী ও সাহিত্য আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাটাজোর উল্লাস সাহিত্য পরিষদের সহ-সভাপতি কবি তাসলিমা বেগম নীলিমার সভাপতিত্বে¡ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ছড়াকার ও অমৃত লাল দে মহা বিদ্যালয়ের অধ্যক্ষ তপংকর চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাহিলাড়া কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ ফোরকান, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমা-ার ও লক্ষনকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইসমাত হোসেন রাসু, সাবেক প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ও কবি আকন আবু বকর, কবি শিকদার রেজাউল করিম, কবি মুস্তফা হাবিব, কবি অবিচল আব্দুল মান্নান, কবি চিত্ত রঞ্জন দাস, চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সহ-সভাপতি সাঈদ বীন ভূইয়া পান্নু, মনীষ চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক সোহরাব শরীফ, গৌরনদী রিপোর্টার্স সইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, কবি ফাতেমা জান্নাত চাদনী, মহাত্তার বিশ্বাস, জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ ও রিপোটার্স ইউনিটির সদস্য লোকমান হোসেন রাজু, কবি ভবতোষ চক্রবর্তী, তরুন চক্রবর্তী, অপূর্ব গৌতম । স্বাগত বক্তব্য রাখেন উল্লাসের সভাপতি উৎপল চক্রবর্তী বাদল। বক্তব্য রাখেন হাফিজুর রহমান, সোহেল আহম্মেদ, আব্বাস তালুকদার, কাজল বনিক, সুমন বেপারী প্রমূখ। আলোচনা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগীত পরিবশেন করেন বিশিষ্ট বেতার শিল্পী মোঃ ফিরোজ মিয়া, আল – আমিনসহ শিল্পীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উল্লাসের সাধারন সম্পাদক কবি খলিলুর রহমান।