গৌরনদী
গৌরনদীতে আতশবাজি বিস্ফোরণে আহত-১
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীতে আতশবাজির বিষ্ফোরণে তানভির হোসেন ওরফে প্রিন্স বেপারী (১৭) নামে এক কলেজ ছাত্র গুরুতর আহত হয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয়রা জানিয়েছে ওই ছাত্রের এক হাত পুড়ে ফোসকা পরে গেছে। গৌরনদী থানা পুলিশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
জানা গেেেছ, ঈদের আগের দিন চাঁদ রাতে উপজেলার বংকুরা গ্রামে শিশুরা আতঁশবাজি ফোটাচ্ছিল একটি বাজির নাশা ধরাতে গিয়ে আকস্মীকভাবে হাতের মধ্যে ফুটে গেলে তানভির নামে এক কলেজ ছাত্র সামান্য আহত হয়। তানভিরের চাচা ঢাকায় মো. আশরাফ হোসেন বলেন, চাঁদ রাতে ছাতার কাটায় মাথায় ম্যাচের বারুদ ঢুকিয়ে পটকা ফোটানোর চেষ্টা করছিল তার ভাতিজা তানভিরসহ বেশ কয়েকজন কিশোর। আকস্মিক একটি পটকা বিস্ফোরণ হয়। এতে তানভিরের বাম হাতের ফোসকা পরে যায়। আহত তানভির বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিয়েছে। ঘটনাস্থলে যাওয়া গৌরনদী থানার এস.আই মো. মোশারফ হোসেন জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শুক্রবার দুপুরে বংকুরা গ্রামে যান। সেখানে স্থানীয়রা জানিয়েছে পটকার বিস্ফোরণে তানভির নামে এক তরুনের হাত পুড়ে গেেেছ।
এব্যপারে গৌরনদী থানার চলতি দায়িত্বে থাকা ওসি ইন্সপেক্টের (তদন্ত) মো. আফজাল হোসেন বলেন, খবর পেয়ে একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। তার ভাষ্যমতে আতশবাজির বিস্ফোরণে ওই তরুন আহত হয়েছে।