গৌরনদী
আগৈলঝাড়ায় গৃহবধূসহ তিন জনের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ গত তিন দিনে উপজেলা বিভিন্ন স্থান থেকে এক গৃহবধূসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য বরিশাল প্রেরন করা হয়েছে।
আগৈলঝাড়া থানা সূত্রে জানা গেছে, উপজেলার কোদালধোয়া গ্রামের বিজয় ওঝার স্ত্রী দুই সন্তানের জননী সীমা ওঝা (২৮)এর লাশ রোববার সকালে বাড়ির পাশের পাট ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। একই দিনে উপজেলা আহুতিবাটরা গ্রামের ৮৫ বছরের বৃদ্ধা জগদীশ গাইনের ঝুলন্ত লাশ তার ঘর উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে উপজেলা বাগপাড়া গ্রামের কালী কুমার বৈষ্ণবের ছেলে দুই সন্তানের জনক কুঞ্জ বিহারী বৈষ্ণ (৩৫)র লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ তিনটি লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় পৃথক ভাবে তিনটি মামলা দায়ের করা হয়েছে।