গৌরনদী
গৌরনদীতে বন্ধুসভার উদ্যোগে ৫০টি দুস্ত শিশুকে রঙ্গিন জামা বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শনিবার সকালে আল হেলাল স্কুল মাঠে ৫০টি দুঃস্ত শিশুদের মাঝে রঙিন জামা বিতরন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব রঙিন জামা বিতরন করেন দৈনিক প্রথম আলো গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরসহ বন্ধুসভার বন্ধুরা। বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সুজনের পৌর সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, বন্ধুসভার বন্ধু ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের মহিলা বিষয়ক সম্পাদক কবি ফাতেমা জান্নাত চাঁদনী, বন্ধুসভার সাধারন সম্পাদক মশিউর রহমান রিয়াজ, বন্ধুসভার সাইদুল ইসলাম সবুজ, ঝুমুর আক্তার, তানজিম অহনা, জান্নাত জান, সরোয়ার, রেজাউল ভূইয়া, রিপন কাজী, সজল।