গৌরনদী
বরিশাল-১ আসনে বিএনপির ত্রী-মুখি প্রার্থীর লড়াই ॥ সম্ভাবনায় নতুন মূখ এ্যাডভোটে সজল
মোঃ খায়রুল ইসলাম ঃ বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির রাজনীতি চলছে ত্রিধা-বিভক্ত নেতার নেতৃত্ব। দীর্ঘদিন যাবত বিএনপি ও সহযোগী সংগঠনের মধ্যে তিন ধারার সমর্থক রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সাম্ভাব্য প্রার্থী হিসেবে সর্বত্র তিন জনের নাম আলোচিত হয়ে আসছিল। বর্তমানে এ তালিকায় নতুন করে সর্বত্র আলোচিত হচ্ছে সুপ্রিম কোর্টের আইনজীবি ও ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা গাজী কামরুল ইসলাম সজলের নাম। অনেকের ধারনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে ত্রি মূখি লড়াইয়ের মধ্যে ক্লিন ইমেজে থাকা ঢাকা বিশ্ব-বিদ্যালয় মহসিন হলের সাবেক জি,এস মেধবী রাজনীতিবিদ গাজী কামরুল ইসলাম সজলের উজ্ঝল সম্ভবনা রয়েছে।
দলীয় নেতা কর্মি ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির দুটি ধারার মধ্যে রয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। এই দুই নেতার সমর্থকরা দ্বিধা বিভক্ত হয়ে দলীয় কাজ চালিয়ে যাচ্ছেন। এর বাইরে একটি ধারা রয়েছে সাবেক সাংসদ ও সংস্কারপন্থী নেতা জহির উদ্দিন স্বপনের। জহির উদ্দিন স্বপনের অনুসারীরা বিএনপির নেতা কর্মি দাবি করলেও মূলত তাদের দর্শন, আদর্শ ও দল জহির উদ্দিন স্বপনের নির্দেশনা মত চলা। এভাবেই বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া বিএনপির রাজনীতি চলছে তিন নেতার নেতৃত্বে ত্রিধা-বিভক্ত হয়ে¡।
এই মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে গৌরনদী আগৈলঝাড়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সর্বত্র শোভা পাচ্ছে বিএনপি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য, বরিশাল উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব ও গনতন্ত্রপুনরুউদ্ধার আন্দোলনে আইনজীবিদের সুসংগঠিত করে নেতৃত্বদানকারী এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। এলাকাবাসীর ধারনা, ত্রি বিভক্ত বিএনপির বিরোধের কারনে নেতারা ইমেজ সংকটে রযেছে। সে ক্ষেত্রে ক্লিন ইমেজের এই তরুন নেতা এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলে নামটি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচিত হচ্ছে। দলে একাধিক নেতা কর্মিরা জানান, ছাত্র জীবন থেকে থেকেই মেধাবী ছাত্র নেতা হিসেবে গাজী কামরুল ইসলাম সজল বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ¯েœহধন্য ছিলেন। বর্তমানে দেশের ভবিষ্যাত কর্নধার বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে গাজী কামরুল ইসলাম সজলের গভীর ঘনিষ্ঠতা রয়েছে। সেই দিক থেকে বরিশাল -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন নির্বাচনে সজল অনেকটাই এগিয়ে। এ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল এ প্রসঙ্গে বলেন, দলীয় হাই কমান্ডের সিদ্বান্তের প্রতি আমি শ্রদ্ধাশীল। প্রার্থী হওয়া ন্র্ািচন করা বড় কথা নয়, দলকে এগিয়ে নেওয়াই বড় কথা। দল যে সিদ্বান্ত দিবে তার আনুগত্য রেখে কাজ করবো। প্রতিবেদক, মোঃ খায়রুল ইসলাম, সম্পাদক গৌরনদী২৪ ডটকম।