গৌরনদী
গৌরনদীতে হেমায়েত বাহিনীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস পালন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ৮ ও ৯ নং সেক্টর কমান্ডার হেমায়েত বাহিনীর উদ্যোগে শনিবার বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র্যালী ও মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্টিত হয়।
সকাল ৯টায় বার্থী ইউনিয়ন পরিষদ থেকে বর্নাঢ্য রালী বের করে কটকস্থল বাসষ্ট্যান্ড হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। শেষে ইউনিয়ন কমপ্লেক্সে যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে তৃতীয় বার নব নির্বাচিত সদস্য ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ বজলুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন সেচ্ছাবেকলীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য মোঃ মামুনুর রশীদ মনু মোল্লা, প্রবীন সমাজ সেবক আমীর হোসেন চৌধূরী। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিসুর রহমান শাহ্, মুক্তিযোদ্ধা আমির হোসেন হাওলাদার, মুক্তিযোদ্ধা ফারুক হাওলাদার, মুক্তিযোদ্ধা মুজাম্মেল হক তোতা দেওয়ান, মুক্তিযোদ্ধা আবুল হোসেন সিকদার, মুক্তিযোদ্ধা মাহাবুব গাজী, মুক্তিযোদ্ধা রানু বেগম, মুক্তিযোদ্ধা হারুন বেপারী, মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক বেপারী, মুক্তিযোদ্ধা আমীর হোসেন শাহ, মুক্তিযোদ্ধা চানঁমিয়া দেওয়ান, মুক্তিযোদ্ধা জহুর আলী বয়াতি প্রমুখ।
অপর দিকে জাকের পার্টি গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে একই দিন সকালে র্যালীসহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন। শেষে খাজা বাবা ফরিদপুরী কমপ্লেক্স সুন্দরদীতে উপজেলা সভাপতি খান নজরুল ইসলাম লাভলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্টির আরব আমিরাত শাখার সহসভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বাদশা মুন্সী।