গৌরনদী
গৌরনদীতে প্রথম আলো বন্ধুসভার রঙ্গিন জামা বিতরন কর্মসূচী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে গতকাল বুধবার সারা দেশের ন্যায় রঙ্গিন জামা বিতরন কর্মসূচী পালিত হয়েছে। এ উপলক্ষে ছিন্নমূল শিশুদের মাঝে রঙ্গিন জামা বিতরন এবং তুফান পরিবারকে ঈদ বাজার ও পরিবারের সদস্যদের নতুন শাড়ি ও কাপর বিতরন করা হয়। দৈনিক প্রথম আলো গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরের ও বন্ধুসভার সদস্যদের অর্থায়নে ঝিন্নমূল শিশুদের মাঝে এসব রঙ্গিন জামা কাপর প্রদান করা হয়। বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছিলেন দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী বিআরডিবির সাবে চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন সুজনের পৌর সভাপতি মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, বন্ধুসভার বন্ধু ও চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের মহিলা বিষয়ক সম্পাদক কবি ফাতেমা জান্নাত চাঁদনী, বন্ধুসভার সাধারন সম্পাদক মশিউর রহমান রিয়াজ, বন্ধুসভার বন্ধু রাজীব, ঝুমুর, রিপা, জানু, অহনা, বৃষ্টি, রিয়াজ-২, শাওন, বিনয়, সাদ্দাম, নুর আলম ও আখি। সংক্ষিপ্ত আলোচনা শেষে দশকে রঙ্গিন জামা ও প্যাণ্ট বিতরন ও তুফানের পরিবারের মধ্যে ঈদ বাজার প্যান্ট ও শাড়ি বিতরন করা হয়। তুফান পরিবারের মধ্যে বিতরন কৃতসা¤্রগী অর্থায়ন করেন বন্ধুসভা কেন্দ্রেীয় কমিটি।