গৌরনদী
গৌরনদীতে পুলিশ সোর্সের দাবীকৃত ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় প্রবাসীর উপর হামলা, মামলা নেয়নি পুলিশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালে গৌরনদী মডেল থানা পুলিশের সোর্স হিসেবে পরিচিত লতিফ বেপারীর দাবিকৃত ২ লাখ টাকা চাঁদা না দেওয়ায় গত সোমবার রাতে সৌদি প্রবাসীর উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। হামলাকারীরা তাকে বেদম মারধর করে সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় মামলা দিতে গেলে মামলা নেয়নি গৌরনদী মডেল থানা পুলিশ।
সন্ত্রাসী হামলায় আহত সৌদি প্রবাসী সৈয়দ চুন্নু অভিযোগ করে বলেন, আমি দীর্ঘদিন সৌদি থাকার পরে সম্প্রতি বাড়িতে আসি এবং বাড়িতে পাকা ভবন নির্মানের কাজ শুরু করি। ১০/১২ দিন আগে গৌরনদী মডেল থানার পুলিশের সোর্স হিসেবে পরিচিত স্থানীয়র্ লতিফ বেপারী (৩২) তার কাছে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন। চাঁদা দিতে গড়িমিসি করায় গত ১০ই জুন সন্ধায় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মাজাহারুল ইসলামসহ সাদা পোশাকধারী তিন পুলিশকে সঙ্গে নিয়ে লতিফ বেপারী আমার বাড়িতে আসেন। এসময় এস,এসআই মাজাহারুল আমাকে মাদক মামলায় জড়ানোর ভয় ভীতি দেখিয়ে হ্যানকাপ পরাতে উদ্ধ্যত হন।
এ সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের এহেন কর্মকা-ের প্রতিবাদ জানান। এবং একজন নিরীহ মানুষকে কেন গ্রেপ্তার করতে করা হবে জানতে চান। জনসাধারনের চাপের মুখে পুলিশ আমাকে ভয়ভীতির হুমকি দিয়ে চলে যান।
প্রবাসী সৈয়দ চুন্নু জানান, সোমবার সন্ধা সাড়ে ৭টার রড সিমেন্টের বকেয়া পাওনা পরিশোধ করার জন্য গৌরনদীর জাকির গ্রুপের মালিককে টাকা দিতে বাড়ি থেকে বের হন। পথিমধ্যে দক্ষিন গোবর্দ্ধন তুলার মিলের কাছে পৌছালে পুলিশের সোর্স লতিব বেপারীসহ ৭-৮ জন সহযোগী তাকে কথা শোনার জন্য ডেকে পাশে নিয়ে যায়। দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় কথাকাটাকাটির এক পর্যায়ে লতিফ বেপারী ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালিয়ে বেধড়কভাবে পিটিয়ে সঙ্গে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেন।
স্থানীয় লোকজন ও তুলার মিলের ষ্টা-ের একাধিক ব্যবসায়ী ডাক চিৎকার শুনে এগিয়ে গেলে হামলাকারীরা সটকে পেড়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার প্রত্যক্ষদর্শী চাঁদশী ইউনিয়ন ৮নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক সেলিম সরদার বলেন, আমরা গিয়ে সৈয়দ চুন্নুকে উদ্ধার না করলে তাকে সন্ত্রাসীরা মেরে ফেলত। লতিফ বেপারী দীর্ঘদিন ধরে পুলিশের সোর্স দাবী করে লোকজনকে ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেওয়ায় লতিফ বেপারী ও তার সহযোগীরা সোমবার রাতে সৌদি প্রবাসী সৈয়দ চুন্নুর উপর হামলা করেছে।
প্রবাসী সৈয়দ চুন্নুর নির্মানাধীন পাকা ভবনের হেড মিস্ত্রী মোঃ আকবর হোসেন (৩৫) অভিযোগ করে বলেন, পুলিশের সোর্চ লতিফ বেপারী আমার কাছে বিশ হাজার টাকা চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেয়ার হুমকি দিলে নিরুপায় হয়ে আমি তাকে ৮ হাজার টাকা চাঁদা পরিশোধ করি। বাকি চাঁদার টাকা দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে কাজ চালিয়ে যাচ্ছি। আহত প্রবাসীর বড় ভাবি রিমা রহমান(৩০) অভিযোগ করে বলেন, ঘটনার পর গৌরনদী মডেল থানায় মামলা দিতে গেলে মামলা নেয়নি পুলিশ। এএসআই মাজাহার চাঁদাবাজির উল্লেখ না করে মামলা দিলে বলে আমরা তাতে রাজি হয়নি। চাঁদা দাবি ও হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে কথিত পুলিশ সোর্স আব্দুল লতিফ বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, আমি চাঁদা চাইনি এবং হামলার সঙ্গে আমি জড়িত নই।
অভিযোগ অস্বীকার করে গৌরনদী মডেল থানার এসআই মোঃ মাজাহারুল জানান, তিনি সৌদি প্রবাসীর বাড়িতে কখনো যাননি ও কোন হুমকি দেননি। হ্যা-কাপ পড়ানোর অভিযোগ সত্য নয়। তবে সোমবার রাতে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির অভিযোগ প্রসঙ্গে বলেন, থানা পুলিশের কোন সোর্স নেই এবং মামলা দিতে থানায় কেহ আসেনি।