গৌরনদী
গৌরনদী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইদ্রিস মিয়ার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মঙ্গলবার বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও নলচিড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম ইদ্রিস মিয়ার দিয়াসুরস্থ বাসভবনে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী থানা জামে মসজিদের খতিব মাওলানা কারী আব্দুল আজিজ (পীর সাহেব) এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকোর্ট জামে মসজিদের সাবেক খতিব কারী রকিব উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের হাজরাপুর দরবার শরীফের পীরজাদা মোঃ মহিউদ্দিন আহম্মেদ,গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম। হিন্দু- মুসলিম মৈত্রী বাংলাদেশ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর আলহাজ্ব মোঃ এনায়েত করিম তার প্রয়াত পিতা ইদ্রিস মিয়া,মাতা খয়রুন নেছা, ভ্রাতা মাসুদ মিয়া, এমদাদ হোসেন মিয়া ও তার নিজ কন্যা এলিনা খানম এর রূহের মাগফেরাত কামণায় ইফতার ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন। ইফতার অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মী,শিক্ষক,সাংবাদিক,সরকারী কর্মকর্তা-কর্মচারী,গন্যমান্য ব্যক্তিবর্গ,সুধিজনসহ বিভিন্ন এলাকার প্রায় আট সহ¯্রাধিক লোক উপস্থিত ছিলেন।