গৌরনদী
গৌরনদীতে ইসলামিক ফাউ-েশনের শ্রেষ্ঠ শিক্ষক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলা ইসলামিক ফাউ-েশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ২০১৬ শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীদের পুরস্কার বিতরন ও উপজেলা পর্যায়ে মাজার খানকাহর প্রতিনিধি সম্মেলন ২০১৭র গতকাল সোমবার সকালে মডেল রিসোর্স সেন্টোরে অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা ইসলামিক ফাউ-েশনের সুপারভাইজার মোঃ জহিরুল ইসলাম সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শরিফ আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, নবাগত সুপারভাইজার মোঃ আসাদুর রহমান, গৌরনদী উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন গৌরনদী মডেল পাঠাগারের কেয়ার টেকার মাওলানা মোঃ ইউনুস আলী, কেয়ার টেকার মোঃ আলমগীর হোসেন, ইমাম মাওলানা মোঃ আমিনুল ইসলাম। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ মাসুদ সিকদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আবুল কালাম।