গৌরনদী
গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরন বিতরন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড টরকী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে শনিবার বিকেলে গৌরনদীর মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপহার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টরকী বন্দর শাখার হলরুমে সংবর্ধনা ও শিক্ষা উপহার প্রদান অনুষ্ঠান শাখা ব্যবস্থাপক মোঃ কামরুল হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান ও এলাহী এগ্রো ফুট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান ফরহাদ মুন্সী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদ্দীন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও গ্রামীন সাংবাদিক সংগঠনের মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক বেলাল হোসেন। বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা মোঃ আবুল কালাম আযাদ, শিক্ষার্থী লামিয়া আক্তার, সুমাইয়া আক্তার, অভিভাবক আবু হানিফ খলিফা, জাহানারা বেগম, মাহিনুর বেগম প্রমুখ। শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদেও মেধাবী ১৫৬ জন শিক্ষার্থীকে শিক্ষা উপহার প্রদান করা হয়।