গৌরনদী
ডিগ্রী পরীক্ষায় নকল ॥ আগৈলঝাড়ায় দুই প্রভাষককে দুই বছরের জন্য বহিস্কার, পরীক্ষার্থীসহ দুই জনকে কারাদ-
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ িেডগ্রী পরীক্ষা প্রথম দিনে বরিশালের আগৈলঝাড়ার পরীক্ষা কেন্দ্রে নকল করা ও নকলে সহায়তা প্রদানের অভিযোগে দুই কলেজ শিক্ষককে দুই বছরের জন্য বহিস্কার ও পরীক্ষার্থীসহ দুই জনকে কারাদ-ে প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। গতকাল বুধবার দ-প্রাপ্তদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার বিকেল দুই ঘটিকার সময় সারাদেশের ন্যয় আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ কেন্দ্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই কেন্দ্রে গৌরনদী সরকারি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা প্রথম দিনে গৌরনদী সরকারি কলেজের পরীক্ষার্থী বাংলাদেশ ইতিহাস ও অভ্যুদয় বিষয়ের পরীক্ষার্থী আল-রাজিম পরীক্ষায় নকল করার অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদ- ও নকলে সহয়াতা করার অপরাধে আগৈলঝাড়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ চতুর্থ শ্রেণী কর্মচারি নারান চন্দ্র সরকারকে দুই মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গাজী তারিক সালমন। একই আদালতে নকলে সহায়তা করার অভিযোগে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ প্রভাষক প্রতিমা ঘটক ও সহকারী অধ্যাপক নূর মোহাম্মদকে দুই বছরের জন্য কলেজ থেকে বহিস্কার করা হয়েছে। গতকাল বুধবার সাজাপ্রাপ্ত আসামিদেরকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমান আদালতের বিচারক ও আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) গাজী তারিক সালমন ঘটনার সত্যতা স্বীক্রা করেন।