গৌরনদী
সাংবাদিক গিয়াস উদ্দিনের ভাই’র মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বে-সরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি’র গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার চাচাত ভাই ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) খুলনার-৩ এর বিক্রয় ও বিতরন বিভাগের এসবিএ মোঃ মোতালেব মিয়া (৫৪) পেশাগত দায়িত্ব পালন কালে মঙ্গলবার রাতে খালিশপুর কন্টোলরুমে হৃদরোগে আক্রান্ত হয়। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীণ অবস্থায় রাত ১০টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…রাজিউন)। তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে ও ৬ ভাইসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের প্রথম জানাজা ওই দিন গভীর রাতে খুলনার ফুলবাড়িগেট পশ্চিম দিঘিরপাড় শহরের বাড়িতে ও দ্বিতীয় জানাজা বুধবার সকালে গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থলে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি), সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস (এমপি), উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বার্থী ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান শাহজাহান প্যাদা, রাজিহার ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও আগৈলঝাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ ইলিয়াস তালুকদার, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমীন হাওলাদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমাজের সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কুমার দাস, সাধারন সম্পাদক সুদাম পাল, যুগ্ম সম্পাদক আবুল খায়ের।