গৌরনদী
আগৈলঝাড়ায় বাল্য বিয়ে রুখতে গিয়ে হামলার শিকার স্কুল ছাত্রী পরীক্ষার সাফল্যের সংবাদ শুনলেন হাসাপাতালে শুয়ে
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাল্য বিয়েতে রাজি না হয়ে প্রতিবাদ করায় সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে রক্তাক্ত জখম স্কুল ছাত্রী আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার সহপাঠীরা যখন পরীক্ষার ফলাফল জেনে স্কুলে আনন্দ উল্লাসে ব্যস্থ ঠিক তখন বাল্য বিবাহের প্রতিবাদ করে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বারপাইক্কা মাধ্যমিক বিদ্যালয়ের এস,এসসি পরীক্ষার্থী নিলিমা কর। । হাসপাতালে শুয়ে এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৪৪ পেয়ে পাশ করার সাফল্যেরে খবর শুনলেন নিলিমা। বিয়ে নয়, লেখাপড়া চালিয়ে যেতে প্রশাসনসহ সকলের সহযোগীতা কামনা করেছেন নিলিমা।
আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের নিপুল করের কন্যা ও বারপাইক্কা মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী নিলিমা কর (১৬)র একই উপজেলার সাহেবেরহাট মোল্লাপাড়া গ্রামের মৃত আদিত্য সরকারের বখাটে পুত্র অমল সরকার (২২)র সঙ্গে বিয়ে ঠিক করেন বাবা ও চাচা।
স্কুল ছাত্রীর মা অনিতা কর (৩৫) জানান, তার স্বামী নিপুল কর ও ভাসুর বিপুল কর (৪০) বখাটে অমল সরকারের সঙ্গে বিয়ে ঠিক করে ২৭ এপ্রিল বিয়ের দিন ধার্য্য করেন। কন্যা নিলিমা বিয়েতে রাজি না হওয়ায় ও বিয়ের প্রতিবাদ করায় ২৫ এপ্রিল রাতে চাচা বিপুল কর ও বখাটে (বর) অমল সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্তভাবে জখম করে তিনি সহ দুই মেয়েকে। এ ঘটনায় আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার গাজী তারিক সালমনের কাছে লিখিত অভিযোগ দিতে যাওয়ার পথে উপজেলা চত্বরে দ্বিতীয় দফায় তাকে অপহরনের চেষ্টা চালায় বখাটে অমল সরকার ও তার দলবল। এতে ব্যর্থ হয়ে পুনরায় স্কুল ছাত্রীকে জখম করে। সেই থেকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে স্কুল ছাত্রী নিলিমা।
নিলিমা বলেন, সবাই জখম স্কুলে পরীক্ষার ফলাফল শুনে হৈ চৈ ও আনন্দ উল্লাস করছে তখন আমি হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছি। বিকেলে মার কাছ থেকে জিপিএ-৪.৪৪ পেয়ে পাশ করার খবর পেয়ে সকল ব্যথা কষ্ট ভুলে গেছি। নিলিমা আকুতি করে আরো বলেন, বিয়ে নয়, আমি পড়াশোনা করে নিজের পায়ে দাড়াতে চাই। পড়াশোনা চালিয়ে যেতে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন। আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) গাজী তারিক সালমন তাকে হাসপাতালে দেখতে গিয়ে সব ধরনের সহযোগীতার আশ্বাস দেন।
উল্লেখ্য বাল্য বিয়ে নিলিমাকে রাজি করতে হামলা চালিয়ে জখম করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে ভ্রাম্যমান আদালতের বিচারক আগৈলঝাড়া নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) গাজী তারিক সালমন স্কুল ছাত্রীর চাচা বিপুল করকে এক বছর পাত্র বখাটে অমল সরকারকে ৬ মাসের কারাদ- প্রদান করেছে এবং স্কুল ছাত্রীর বাবা নিপুল করকে ৫ হাজার টাকা জড়িমানা অনাদায়ে ৬ মাসের কারাদ- প্রদান করেছ্ ে।