গৌরনদী
গৌরনদীতে অসামাজি কাজে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী পৌর সদরের দক্ষিন পালরদী মহল্লায় শিল্পী নামে এক তরুনীর অসামাজিক কাজে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রামবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করায় বিক্ষুদ্ধ হয়ে উঠেছে এলাকাবাসী । তাদের দাবি যুব সমাজকে রক্ষায় চরিত্রহীন তরুনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক।
স্থানীয়রা জানান, গৌরনদী পৌর সদরের দক্ষিন পালরদী মহল্লায় মনু মিয়ার ঘর ভাড়া নিয়ে একাকি বসবাস করে আসছে স্বামী ত্যাগী তরুনী শিল্পী আক্তার। গ্রামের খলিলুর রহমান জানান, ওই ঘরে প্রায়ই রাতে বিভিন্ন এলাকা থেকে আসা একাধিক পুরুষ অর্থের বিনিময়ে রাত কাটায় ও মনোরঞ্জন করে থাকে। বিভিন্ন সময় এলাকাকাসী বাধা দিলে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানীর হুমকি দেয় শিল্পী আক্তার। গত শুক্রবার শিল্পীর ঘরে কামাল হাওলাদার নামেএক যুবক প্রবেশ করে অসামাজিক কাজে লিপ্ত হয়। খবর পেয়ে এলাকাবাসী জড়ো হয়ে ঘরের মধ্যে উভয়কে হাতেহাতে ধরে আটক করে উত্তমমাধ্যম দিয়ে ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে শিল্পী আক্তার । পরবর্তিতে শিল্পী অসুস্ত্যর ভান করে হাসপাতালে ভর্তি হয়ে গ্রামের খলিলুর রহমান, নুরুল ইসলাম, দিপু বেপারীর বিরুদ্ধে গৌরনদী থানায় একটি মিথ্যা হয়রানীমূলক মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, খলিল, নুরুল ইসলাম দিপু তাকে ধর্ষনের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে তাকে বেধড়কভাবে পিটিয়ে জখম করেছে। এলাকাবাসী জানান, শিল্পীর অসামাজিক কাজে বাধা দেওয়ায় মিথ্যা মামলা করেছে। এলাকাবাসীর দাবি, চরিত্রহীন তরুনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহননা করা না হলে উঠতি বয়সী তরুন ও যুবসমাজ ক্ষতিগ্রস্থ হবে।