গৌরনদী
গৌরনদীতে শ্রী কানাই লাল সাধুর সেবাশ্রমে নামসংকীর্ত্তন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদীর ধুরাইল গ্রামের আধ্যাতিক সাধক শ্রী কানাই লাল সাধুর আশ্রমে দোল পূর্নমিা উপলক্ষে নামসংকীর্ত্তন ও মেলা সমাপ্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চারদিনব্যাপী হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানের শেষ দিনে ছিল মহোৎসব অনষ্ঠান ।
দেশ-বিদেশের বিভিন্ন দলের হরিনাম সংকীর্ত্তন ও মহোৎসব অনুষ্ঠানে শতশত ভক্তবৃন্দের আগমন ঘটে । শেষ দিনে সেবাশ্রমের সভাপতি মনোজ গোম¯াÍর সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন নব-নির্বাচিত চাঁদশী ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত দে, মহিলা ভাইস-চেয়ারম্যান অমলা রানী বিশ্বাস, বার্থী ইউপির মহিলা সদস্য মিনু বেগম, সেবাশ্রমের সম্পাদক বিশিষ্ট শিক্ষক মানিক লাল আর্চায্য, শ্রীশ্রী হরি-গুরুচাদঁ মতুয়া মিশনের গৌরনদী শাখার সভাপতি পরিমল বারিক, সাধারন সম্পাদক ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ ব্যাংকের অবসর প্রাপ্ত সাবেক কর্মকর্তা অনন্ত গোমস্তা চাঁদশী ইউপির সাবেক মেম্বার নিখিল চন্দ্র দে গোপাল, শিক্ষক শক্তি বিশ্বাস, নিত্যানন্দ গোমস্তা, শংকর গোমস্তা, বাসুদেব দাস, বিনোধ বিহারী মন্ডল, শংকর দে, মনোরঞ্জন বিশ্বাস।