গৌরনদী
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় হেলপার নিহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ভুরঘাটাগামী যাত্রীবাহি বাস (খুলনা-ব-১৮৭)র চাকায় পৃষ্ট হয়ে ওই বাসের হেলপাড় ঘটনাস্থলেই নিহত হয়েছে। গৌরনদী হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, ভূরঘাটা উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে আসা বাস (খুলনা-ব-১৮৭) গতকাল শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড পৌছলে হেলপার সুমন সরদার (১৬) ছাদ থেকে নামার সময় একটি এজি বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের বাসের চাকায় পৃষ্ট হন। এসময় সুমন ঘটনাস্থলেই মারা যান। হেলপার সুমন বিমানবন্দর থানার দক্ষিণ বাগিয়া গ্রামের সিরাজ সরদারের পুত্র। গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হযেছে।