গৌরনদী
গৌরনদীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে পাওয়ার দাবিতে বরিশালের গৌরনদী পৌরসভা চত্বরে বুধবার বেলা এগারোটা থেকে বারোটা পর্যন্ত একঘন্টা কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে গৌরনদী পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে এসোসিয়েশনের গৌরনদী শাখার সভাপতি ও পৌর সচিব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সহসভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য ডলি রানী বণিক, মোঃ মামুনুর রশিদ, গৌরনদী শাখার সহসভাপতি খোকন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক কে.এম মোশারফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল ইসলাম স্বপন। বক্তারা এক দেশে দুই নিতীর বিরোধীতা করে অনতিবিলম্বে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারী কোষাগার থেকে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।