গৌরনদী
গৌরনদীতে মাদকসেবী এলজিইডি উপ-প্রকৌশলীসহ তিন বিক্রেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী বন্দরস্থ তিনবেলা হোটেলের কাছ থেকে মঙ্গলবার রাত পোনে ১টায় ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা উপজেলার চরগাদাতলী গ্রামের বিপ্লব সরদার (২৬), উত্তর পালরদী গ্রামের মাহাবুব খান (৩৬) ও ইয়াবাসেবী গৌরনদী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মঈনুল আজম (৪২)কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এদিকে, মঙ্গলবার রাতে উপজেলার বাটাজোর গ্রাম থেকে ১০পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা পলাশ বেপারীকে (২৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ঘটনায় গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এস,আই) মো. জহিরুল ইসলাম জানান, মাদকসেবী গৌরনদী এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মঈনুল আজম ইয়াবা বিক্রেতা বিপ্লব সরদারের কাছ থেকে ইয়াবা নিয়ে সেবন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। পরবর্তি মামলার আসামি হিসেবে গতকাল বুধবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, ইঞ্জিনিয়ার মঈনুল আজম দীর্ঘ দিন ধরে তার এক মাদক সেবী বন্ধু প্রভাবশালী জনপ্রতিনিধির ছত্রছায়ায় প্রকাশ্যে মাদক সেবন করে আসছিল। বিভিন্ন সময় মাদক সেবন করে গৌরনদী প্রকৌশল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকেন কিন্তু মঈনুল আজমের প্রভাবশালী মাদকসেবী জনপ্রতিনিধি হুমকির মুখে কেউই মুখ খুলেন নাই। ইঞ্জিনিয়ার মঈনুল গ্রেপ্তারের বিষয়টি এলাকায় টক দা টাউনে পরিনত হয়েছে। এলজিইডি গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ ফজল আহম্মেদ এ প্রসঙ্গে বলেন, বিষয়টি আমি শুনেছি।