গৌরনদী
বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ডাক দিয়ে যাই’র কার্যালয় ও কার্যক্রমের উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ দারিদ্র বিমোচন ও হতদরিদ্রদের স্বাবলম্বী করার প্রত্যয়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ডাক দিয়ে যাই এর গৌরনদী শাথা কার্যালয় ও ঋৃনদান কর্মসূচীর উদ্ধোধন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে পৌর সদরের উত্তর বিজয়পুস্থ অনন্যা ভবনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন ডাক দিয়ে যাইর কেন্দ্রীয় উপ-নির্বাহী পরিচালক শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী বিআরডিবের সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সংগঠনের সমন্বয়কারী শিশির কুমার বিশ্বাস, বরিশাল আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন ডাক দিয়ে যাই শাওড়া গ্রাম সংগঠনের সভানেত্রী হাসিনা বেগম, বিল্লগ্রাম গ্রুপ্রের সভানেত্রী মিনু আক্তার, কাসেমাবাদ গ্রুপের সভানেত্রী আনোয়ারা বেগম, পালরদী গ্রুপের সভানেত্রী নাজমা বেগম। অনুষ্ঠানটি সঞ্চালক ছিলেন ডাক দিয়ে যাইর গৌরনদী শাখা ব্যবস্থাপক মোঃ গিয়াস উদ্দিন। আলোচনা শেষে সুবিধাভোগীদের মাঝে তিন লক্ষ পচাশি হাজার টাকার ঋৃন প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জহুরুল ইসলাম জহির ও সভাপতি শাহনাজ পারভীনসহ অতিথিরা।