গৌরনদী
গৌরনদী প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদী প্রতিরোধ দিবস উপলক্ষে মঙ্গলবার মুক্তিযোদ্ধাদের বর্নাঢ্য র্যালী, মানববন্ধন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকাল ১১ টায় সরকারি গৌরনদী কলেজ থেকে বর্নাঢ্য র্যালী বের হয়ে মহাসড়কে দিয়ে সীমান্তবর্তী ভুরঘাটা হয়ে পূনরায় সাউদের খালপাড় (কটকস্থল) বটগাছের নিচে শেষ হয়। পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ২৫ এপ্রিল পাক সেনাদের সাথে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে সড়কপথে প্রথম সম্মুখ যুদ্ধে শহীদদের স্মরনে পুস্পমাল্য অর্পন করা হয়।
ওই স্থানে শহীদদের স্মৃতি রক্ষার্থে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবিতে মানববন্ধন করা হয়। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। দুপুরে সরকারি গৌরনদী কলেজের হলরুমে শহীদদের স্মরনে আলোচানা সভা প্রধান অতিথি ছিলেন ৮ নং সেক্টরের যুদ্ধকালীন সেকেন্টইন কমান্ড আব্দুল হক (বীর বিক্রম)।
প্রসঙ্গ, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময় ২৫ এপ্রিল পাক সেনাদের সাথে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে সড়কপথে প্রথম সম্মুখ যুদ্ধ হয় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর সাউদের খালপাড় (কটকস্থল) নামকস্থানে। সেইদিনের যুদ্ধে মুক্তিযোদ্ধাদের হাতে সাতজন পাক সেনা নিহত ও পাক মিলিটারীদের ছোঁড়া বুলেটে বীর মুক্তিযোদ্ধা চাঁদশী গ্রামের পরিমল মন্ডল, নাঠৈ গ্রামের সেনা সার্জেন্ট সৈয়দ আবুল হাসেম, বাটাজোরের মোক্তার হোসেন, গৈলার আলাউদ্দিন সরদার ওরফে আলা বক্স ও ঘটনাস্থলেই বহু এলাকাবাসী শহীদ হন। স্বাধীনতার দীর্ঘ ৪৬ বছর পরেও শহীদরে স্মৃতি রক্ষার্থে নির্মিত হয়নি কোন স্মৃতিস্তম্ভ।