গৌরনদী
মাত্র ৫ টাকায় চিকিৎসা ॥ গৌরনদীর সরকারী হোমিও চিকিৎসা কেন্দ্রের বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের গৌরনদীর উপজেলার শাহজিরা গ্রামে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রতিষ্ঠিত সরকারী হোমিও চিকিৎসা কেন্দ্রের বেহাল দশা। দীর্ঘদিন যাবত হোমিও কেন্দ্রের টিনসেট ভবনটি মেরামত সংস্কার না করার কারণে ভবনের ওয়ালে ফাটল ধরেছে। খসে পড়েছে ওয়ালের আস্তর,ভেঙ্গে গেছে ওপরের সিলিং। ডেবে গেছে ফ্লোর,নষ্ট হয়েগেছে চালার টিন। সামান্য বৃষ্টি হলেই চালা দিয়ে পানি পড়ে ফ্লোর ভেসে যায়। এ কারণে নষ্ট হয়ে যাচ্ছে ভিতরের মূল্যবান ঔষধপত্র এবং আসবাবপত্র সহ অন্যান্য জিনিষপত্র।
খবর নিয়ে জানা গেছে, গরীব মানুষকে মাত্র ১ টাকায় চিকিৎসাসেবা দানের উদ্দেশ্যে ১৯৮৮ সালে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে এ সরকারী হোমিও চিকিৎসা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ কেন্দ্রে মাত্র ৫ টাকায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। শুরুতে এ কেন্দ্রে ১ জন চিকিৎস্যক ও ১ জন কম্পাউন্ডার নিয়োগ দেয়া হয়। কিন্তু কয়েক বছর আগে এখানকার হোমিও চিকিৎস্যক বদলী হয়ে অন্যত্র চলে যান। সেই থেকে কম্পাউন্ডার দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। গৌরনদী, বাবুগঞ্জ,উজিরপুর এলাকার শতশত দরিদ্র পরিবারের মানুষ প্রতিদিন এখানে চিকিৎসা সেবা নিতে আসেন।
শাহাজিরা হোমিও চিকিৎসা কেন্দ্রের জমিদাতা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বর্তমান সভাপতি আলহাজ্ব খন্দকার শাহেআলম মঞ্জু জানান,শাহাজিরা হোমিও চিকিৎসা কেন্দ্রের বেহাল অবস্থার কথা বার বার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্যেও তারা উদ্যোগ নিচ্ছেননা বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।