গৌরনদী
গৌরনদীতে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষন বিষয়ক দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন “স্কিলস ফর এমপ্লেয়মেন্ট ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)” এর আওতায় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন প্রদানের মাধ্যমে কর্মক্ষম জনগোষ্ঠিকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। কর্মশালায় অংশ গ্রহন করেন গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইউপি চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, গোলাম হাফিজ মৃধা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ কামরুজ্জামান, শিক্ষা অফিসার মোঃ সেলিম মিয়া, সমবায় অফিসার এস,এম, ফরিদ উদ্দিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, প্রভাষক মোঃ মাসুদ করিম, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলিউল্লাহ, ইউপি সদস্য সীতা দেবনাথ, আলেয়া বেগম, হাসনা হেনা। স্বাগত বক্তব্য রাখেন “স্কিলস ফর এমপ্লেয়মেন্ট ইনভেষ্টওমন্ট প্রোগ্রাম (সেইপ)” এ সোসাল মার্কেটিং প্রকল্পের মনিটরিং অফিসার একেএম, মঞ্জুরুল হক। সোসাল মার্কেটিং অফিসার মোঃ আরিফুল হক। কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের ৩০ জন প্রতিনিধি অংশ নেন।