গৌরনদী
গৌরনদী প্রথম আলো বন্ধুসবার উদ্যোগে বাংলা বর্ষবরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দ বর্ষবরণ উদযাপন উপলক্ষে গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে বর্ষবরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ঐতিহাসিক ক্যাপ্টেন হরলাল গ্াঙ্গুলী বাড়ি বটতলায় পান্তা ইলিস ও আলোচনা সভা ও দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গৌরনদী বন্ধুসভার সভাপতি মোঃ পলাশ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ উত্তম দাস, সাবেক প্রচার সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, ইউনিটির নির্বাহী সদস্য মোঃ মনিরুজ্জামান চুন্নু, বন্ধুসভার সহ-সভাপতি কবি ফাতেমা জান্নাত চাঁনী, ঝর্না দাস লাবনী, সাধারন সম্পাদক রিয়াজ মোল্লা, সহ-সাধারন সম্পাদক কাজী অল আমিন প্রমূখ। দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন বন্ধুসভার বন্ধু সিলভিয়া মুন ও তার দল। এ ছাড়া বিশিষ্ট কণ্ঠ শিল্পি কাজী আল অমিনসহ অন্যান্য শিল্পিরা সংগীত পরিবেশন করেন। শেষে মঞ্চস্থ হয় নাটক “চোর”। নাটকটি পরিচালনা করেন নাট্যকার মনোয়ার হোসেন মনো।