বরিশাল
বরিশাল জেলার ভোটের ফলাফল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ জেলায় ১০ উপজেলার ৭৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৫টি ইউনিয়নের ফলাফল স্থগিত রয়েছে। বাকি ৬৯টি ইউনিয়নের ফলাফলে আ’লীগ মনোনীত নৌকা মার্কার ৬২জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা একটি, জাতীয় পার্টির লাঙ্গল একটি, ওয়ার্কার্স পার্টির হাতুড়ী একটি ও চারজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। তবে ফলাফল প্রকাশ হওয়া ইউনিয়গুলোর মধ্যে বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীক নেয়া কোন প্রার্থী নির্বাচিত হতে পারেননি।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার ১০টি ইউনিয়নের আটটিতে নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী একটিতে ও স্বতন্ত্র প্রার্থী একটিতে নির্বাচিত হয়েছেন। বাকেরগঞ্জ উপজেলায় ১৩টি ইউনিয়নের মধ্যে নৌকা মার্কার প্রার্থীরা ১০টিতে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র একটি এবং দুইটি ইউনিয়নে ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। বাবুগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে নৌকা মার্কার প্রার্থীরা তিনটিতে, ওয়ার্কার্স পার্টি একটিতে নির্বাচিত হয়েছেন। বাকি দুইটির ফলাফল স্থগিত রয়েছে। বানারীপাড়া উপজেলায় আটটি, উজিরপুর উপজেলার সাতটি, গৌরনদী উপজেলার সাতটি, আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ও হিজলা উপজেলার চারটি ইউনিয়নের সব কয়টিতে আ’লীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। মুলাদী উপজেলার ছয়টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা ও একটিতে লাঙ্গল মার্কার প্রার্থী বিজয়ী হয়েছেন। মেহেন্দিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে নৌকা, দুইটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন। একটি ইউনিয়নে ফলাফল ঘোষনা স্থগিত রয়েছে।