বরিশাল
তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে টরকী গার্লস স্কুলে লোকজ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ তারুন্যের উৎসব ২০২৫ উপলক্ষে গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপি বিদ্যালয় মাঠে মেলার আয়োজন করা হয়। দেশীয় পন্য, বাঙালী সংস্কৃতির পিঠা প্রদর্শনী, বিজ্ঞান মেলা ও ২৪‘র ছাত্র জনতার অন্দোলনের বিভিন্ন আলোক চিত্র প্রদর্শন করা হয়। এ উপলক্ষে প্রধান শিক্ষক ব্রজেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি বাপ্পি সিকদার ও তামান্না আক্তার। শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।