গৌরনদী
সাংবাদিককে নির্যাতনের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন বিক্ষোভ সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মাদারীপুরের কালকিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিনের কালকিনি প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ও মিথ্যে মামলায় গ্রেফতার করে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে এবং অনতিবিলম্বে মুক্তির দাবিতে মঙ্গলবার বিকেলে গৌরনদী প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সভা করেছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী প্রেসক্লাবের সামনে বিকেল ৫টায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আনছান উল্লাহ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, আলহাজ্ব জামাল উদ্দিন, সাধারন সম্পাদক এসএম জুলফিকার, সাবেক সাধারন সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সঞ্জয় কুমার পাল, সহ-সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক সহ-সভাপতি এইচএম নাসির উদ্দিন, সহ-সম্পাদক বদরুজ্জামান খান সবুজ, কোষাধ্যক্ষ আমিন মোল্লাসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
বক্তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী কর্তৃক সাংবাদিক শহিদুল ইসলামকে প্রকাশ্যে গাছের সাথে বেঁধে অমানুষিক নির্যাতনকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।