গৌরনদী
দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গৌরনদীতে র্যালী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ ”সবাই মিলে শপথ করি, দুর্নীতিবাজদের ঘৃণা করি।”এ শ্লোগানকে সামনে রেখে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১৬ উপলক্ষে বর্নাঢ্য র্যালী বের করা হয়। দুর্নীতির বিরুদ্ধে গৌরনদীর সর্বস্তরের জনতার সমন্বয়ে র্যালী, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বর্নাঢ্য র্যালীতে অংশ নেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোঃ ফরহাদ মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম, সহকারী কমিশনার (ভূমি) শরীফ আহম্মেদ, গৌরনদী মডেল থানার ওসি মোঃ অলাউদ্দিন মিলন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম মঞ্জু, সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ।