গৌরনদী
পিএস এর আমন্ত্রনে গৌরনদীতে সাংসদ শামীম ওসমান
গৌরনদী প্রতিবেদক
নারায়নগঞ্জ-৪ আসনের সাংসদ মোঃ শামীম ওসমানের পিএস মোঃ হাফিজুর রহমান মান্নার আমন্ত্রনে শনিবার হেলিকপ্টারযোগে গৌরনদীতে আসেন সাংসদ শামীম ওসমান। দুপুর সোয়া ১টায় সরকারি গৌরনদী কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নেমে প্রাইভেটকার যোগে সরিকলে পিএস হাফিবুর রহমান মান্নার বাড়িতে সামাজিক অনুষ্ঠান মান্নার কন্যার আকিকা অনুষ্ঠানে যোগদান করেন। এসময় আমন্ত্রিত অতিথি ছাড়াও শত শত মানুষ শামীম ওসমানকে দেখতে সরকারি গৌরনদী কলেজ মাঠ ও অনুষ্ঠান স্থলের আশপাশে ভিড় করেন। সাংসদ শামীম ওসমান ছাড়াও অনুষ্ঠানে যোগদান করেন বরিশাল-১ আসনের সাংসদ ও সাবেক চীফহুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, সাধারন সম্পাদক মোঃ কবির হোসেন খান, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, ওসি তদন্ত মোঃ আফজাল হোসেন, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, আব্দুর রব হাওলাদার, ফারুক হোসেন মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মৃধা, সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জাকির হোসেন সান্টু, গৌরনদী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবার ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলে ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সম্পাদক প্রিন্স রোলা- বেপারী, সরিকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মেজবা উদ্দিন আকন, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ আনিসুর রহমান, সম্পাদক শামীম মীর, ইউনিটির কোষাধ্যক্ষ এস, মিজান, সরিকল যুবলীগের সভাপতি জানে আলম জানু, সাধারন সম্পাদক মোঃ শাহাব উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে যোগদান করেন।