গৌরনদী
শিক্ষাবিদ ডঃ নীলকান্ত বেপারী মাপসাস গোল্ড মেডেলে ভূষিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল তথা গৌরনদী-আগৈলঝাড়ার কৃতি সন্তান বরিশাল বি,এম কলেজের সাবেক অধ্যাপক বাংলা সাহিত্যের গবেষক ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর নীলকান্ত বেপারী মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি-মাপসাস এর“হিউম্যান রাইটস গোল্ড মেডেল-২০১৭” ভূষিত হয়েছেন। মাপসাস জুড়িবোর্ড সর্বসম্মতিক্রমে তাকে এ পদকের জন্য নির্বাচিত করেন। ঢাকার মৈত্রী হল মিলনায়তনের ৫ম তলায় পদক প্রদান অনুষ্ঠানের সভাপতিত্বে করেন মাপসাসের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর মাসুদা এম রশিদ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি(সিআইডি) ভানু লাল চক্রবর্তি। অতিথিদের কাছ থেকে ডক্টর নীলকান্ত বেপারীর পক্ষে পদক গ্রহন করেন তার জেষ্ঠ্য পুত্র আমেরিকার কিউ, এ, এম কলেজ থেকে গোল্ড মেডেলপ্রাপ্ত বাংলাদেশে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনায় নিযুক্ত অমিতাভ বৌষ বাপ্পি ও কনিষ্ঠ পুত্র অরুনা বৌষ রুপক। ডক্টর নীলকান্ত বেপারী মনষা মঙ্গল কাব্য নিয়ে গবেষনা করে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তার বাড়ি আগৈলঝাড়া উপজেলা সদরে। তার স্ত্রী রেবা বাড়ৈ কালকিনির ডিকে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী এ্যা- কলেজের সিনিয়র সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। ডঃ নীলকান্ত বেপারীর ছোট কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।