গৌরনদী
গৌরনদীতে মাইটিভি’র চেয়ারম্যানের পিতা আলতাফ হোসেনের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বে-সরকারি জনপ্রিয় টেলিভিশন মাই টিভি’র চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সার্থীর পিতা মরহুম মোঃ আলতাফ হোসেনের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বরিশালের গৌরনদীতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মাইটিভি’র গৌরনদী প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার উদ্যোগে সকালে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, গৌরনরদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি আহসান উল্লাহ, সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সাবেক সহ-সভাপতি এইচএম নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এসএম জুলফিকার, গৌরনদী রিপোর্টাস ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সহ-সম্পাদক বদরুল জ্জামান খান সবুজ, সাবেক সহ সম্পাদক এম আলম, সাবেক কোষাধ্যক্ষ উত্তম কুমার দাস, সাবেক দপ্তর সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, মাই টিভি’র ক্যামেরা পারসন মোল্লা ফারুক হাসান, সাংবাদিক সরদার মনিরুজ্জামান, জামিল মাহমুদ মৃধা, এইচএম মনিরুজ্জামান, আরেফিন রিয়াদ, এসএম রিপন, রাজিব হোসেন তারিমসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিক ও সুধিবৃন্দ। শেষে মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসঝিদেও পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন।