গৌরনদী
নবনির্বাচিত গৌরনদী উপজেলা চেয়ারম্যানের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ নবনির্বাচিত গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল মহিলালীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীর সুস্থ্যতা কামনায় গতকাল মঙ্গলবার মোল্লাবাড়ি বাসষ্টান্ডে স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। আওয়ামীরীগের দলীয় সূত্র জানান, গত ৬ মার্চ নির্বাচনে মেরী বিপুল ভোটে নির্বাচত হন। গত ৯ মার্চ চিকিৎসার ভারত যান। তিনি বর্তমানে ভারতে চিকিৎসা নিচ্ছেন। দোয়া অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের নেতা ও চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাক্কানী আলম, ইউনিয়ন অঅওয়ামীলীগের সভাপতি মোঃ মাহাবুব চোকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভূইয়া,সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, স্থানীয় ছাত্রলীগ নেতা সৈয়দ দিদার, মোঃ আরিফ, মোঃ রিয়াজ, মোঃ রাসেল ফকির, মোঃ নয়ন খান ও মোঃ জসিম শরীফ। দোযা অনুষ্ঠান পরিচালনা করেন ক্বারী মোঃ রুহুল আমিন।