গৌরনদী
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৌরনদীতে সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন মিলন, গৌরনদী পৌর নাগরিক কমিটির সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অমূল্য রতন বাড়ৈ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা খান মনিরুজ্জামান মনির, সমবায় কর্মকর্তা এস,এম, ফরিদ হোসেন, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা আব্দুল বারেক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, রিপোর্টাসর্ ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সবুজ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম, আলম, দেশ বাংলা হিউম্যান ডেভলপমেন্টে অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক লোকমান হোসেন রাজু । স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা খানম। নারী প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন গালর্স স্কুল এ্যা- কলেজের ছাত্রী মিথিলা আক্তার মনি, নুসরাত জাহান সারা প্রমূখ। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন পালরদী মডেল স্কুল এ্যা- কলেজের প্রভাষক উপজেলার শ্রেষ্ট কলেজ শিক্ষক ২০১৭ রাজা রাম সাহা।