গৌরনদী
গৌরনদী চেয়ারম্যান উপনির্বাচন ॥ আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থীর শেষ উঠান বৈঠকে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ উপজেলা পরিষদ চেয়ারম্যান উপনির্বাচন উপলক্ষে পৌর আওয়ামীলীগের উদ্যোগে শনিবার বিকেলে গৌরনদী বাসষ্টা-ে প্রচারনায় শেষ দিনে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরীর নৌকা প্রতীকের সমার্থনে শেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া । সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুলাহ। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, সাধারন স¤পাদক ও পৌর মেয়র মো: হারিছুর রহমান, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের স্ত্রী নিলুফা ইয়াসমিন, ঢাকা বিশ্ব বিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জিএস ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা মোশারফ হোসেন রাজা, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুজামান ফরাদ মুনসী, পৌর সাধারন সম্পাদক কবির হোসেন খান, আওয়ামীলীগের নেতা রাজু আহম্মেদ হারুন, আবু সাঈদ নান্টু, মোঃ জয়নাল আবেদীন খন্দকার, আগৈলঝাড়া উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ জসিম সরদার, উপজেলা যুবলীগ সভাপতি আনিচুর রহমান, সাধারন স¤পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারন স¤পাদক লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের ভিপি সুমন মাহমুদ, কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ সুজন, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, সাধারন সম্পাদক প্রিন্স রোলা- বেপারী, ইউপি চেয়ারম্যান বৃন্দ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।