গৌরনদী
গৌরনদীতে ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা শাহীন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী থানা পুলিশ পৌর সভার বড় কসবা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা শাহীন হাওলাদারকে (২৭) গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে শাহীনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। সে পাশ্ববর্তী কালকিনি উপজেলার দক্ষিণ চর আইকান্দি গ্রামের বেল্লাল হাওলাদারের পুত্র।
গৌরনদী থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গৌরনদী পৌর সভার বড় কসবা খেয়াঘাট অভিযান চালায়। এ সময় মাদক বিক্রোতা শাহীন হাওলাদারের শরীর তল্লাশী করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় ওই রাতেই গৌরনদী থানার এসআই মনিরুজ্জামান বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত শাহীনকে বরিশাল আদালতের মাধ্যমে কেন্দ্রীয় জেল হাজতে প্রেরন করা হয়েছে।