গৌরনদী
গৌরনদীর বন্ধুসভার বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

SONY DSC
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী প্রথম আলো বন্ধুসভার বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০১৭ শনিবার শাহী পার্কে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পূর্ব অঅলোচনা সভার সভাপত্বি করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি পলাশ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা ও গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা কবি ফাতেমা জান্নাত চাদনী, ঝর্না দাস লাবনী, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্ধুসভার সাধারন সম্পাদক রিয়াজ মোল্লা। বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক কাজী আল আমিন, উপ-সাংগঠনিক সম্পাদক শিবলুর রহমান, নারী বিষয়ক সম্পাদক লামিয়া আকতার, অর্থ সম্পাদক সেতু আকতার। আলোচনা শেষে মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সিলভিয়া মুনসহ সহ শিল্পিরা। সংগীত পরিবেশন করেন, সংগীত শিল্পী কাজী আল আমিন, আব্দুর রহমান, আবৃত্তি করেন কবি চায়না দেবনাথ, ফাতেমা জান্নাত চাদনী ও পলাশ তালুকদার, সহিদুল ইসলাম পলাশ।