গৌরনদী
সাংবাদিক মীর মনিরুজ্জামানের মৃত্যুতে গৌরনদী প্রেসক্লাবের শোক সভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সর্বজন শ্রদ্ধেয় অকুতোভয় কলম সৈনিক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদের সাবেক সম্পাদক এবং দৈনিক বরিশালের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামানের মৃত্যুতে শোক সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় প্রেসক্লাব সভাপতি মোঃ আহছান উল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনির, মোঃ আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক জুলফিকার সরদার, সহসভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সাবেক কোষাধ্যক্ষ এম.আলম প্রমুখ। দোয়া-মোনাজাত পরিচালনা করেন সরকারী গৌরনদী কলেজ মসজিদের পেশ ইমাম আলহাজ মাওলানা মোঃ মহিউদ্দিন খান।