গৌরনদী
বরিশালের সিনিয়র সাংবাদিক মীর মনিরুজ্জামান আর নেই
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সর্বজন শ্রদ্ধেয় অকুতোভয় কলম সৈনিক, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক সত্য সংবাদের সম্পাদক এবং দৈনিক বরিশালের কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান (৫৬) বুকে ব্যাথা অনুভব হলে প্রথমে শেবাচিম ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মাওয়া ফেরিঘাটে পৌঁছলে শুক্রবার বিকেল চারটা পনের মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহির…..রাজিউন)। তিনি মা, স্ত্রী, ২ পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শোভাকাঙ্খী রেখে গেছেন। তার মৃত্যুর খবর বরিশালে ছড়িয়ে পড়ায় পুরো সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। মীর মনিরুজ্জামানের মৃত্যুতে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, জেবুন্নেছা আফরোজ এমপি, বরিশাল সদর আসনের সাবেক সাংসদ এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম, সিটি কর্পোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার, মহানগর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি মোঃ আহসান উল্লাহ, সম্পাদক এস,এম, জুলফিকার, উজিরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন, সাধারন সম্পাদক আব্দুর রহিম, গৌরনদী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব, বরিশাল প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী, আগৈলঝাড়া, বাবুগঞ্জ, উজিরপুর, মুলাদী, বাকেরগঞ্জ, বানারীপাড়া, হিজলা, মেহেন্দীগঞ্জ প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটিসহ গোটা সাংবাদিক মহল এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।