গৌরনদী
প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ॥ উজিরপুরে শিক্ষক আটক, ৩০ হাজার টাকা দ-ে মুক্তি
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুরের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্র বাইরে নিয়ে উত্তরপত্র সংগ্রহ করে তা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে সরবারহ করার অভিযোগে দিলীপ কুমার বল্লভ (৪৫) নামে নকলসহ হাতে নাতে এক শিক্ষককে আটক করে উজিরপুর মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ৩০ হাজার টাকা অর্থ দ-ে দ-িত করলে তা পরিশোধ করে মুক্তি পান ওই শিক্ষক।
ভ্রাম্যমান আদালত ও নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি এস,এস,সি পরীক্ষার উজিরপুর কেন্্রদ গত বুধবার সকালে উচ্চতর গনিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় ওই কেন্দ্রের (হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়) গনিত বিভাগের শিক্ষক ও উজিরপুর উপজেলার হারতা জামবাড়ি গ্রামের মুকুন্দ লাল বল্লভের পুত্র দিলিপ কুমার বল্লভ পরীক্ষা কক্ষে প্রবেশ করে জনৈক পরীক্ষার্থীর প্রবেশ পত্র নিয়ে বাহিরে যান। এবং প্রশ্ন অনুযায়ী উত্তর পত্র নিয়ে এসে কেন্দ্রের মধ্রে পরীক্ষার্থীদের কাছে সরবারহ করেন। এসময় কেন্দ্রে কর্তব্যরত উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন হাওলাদার তাকে চ্যালেঞ্জ করে প্রশ্নপত্র ও উত্তর পত্রসহ হাতে নাতে দিলিপ কুমার বল্লভকে আটক করেন। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দিলিপ কুমার বল্লভ বলেন, আমি কেন্দ্র গিয়ে প্রশ্ন দেখেছি তবে উত্তর সরবারহ করি নাই।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, আটক শিক্ষক দিলিপ কুমার বল্লভকে বুধবার সন্ধ্যায় উজিরপুর ভ্রা¤্রমান আদালতের বিচারক ও নির্বাহী কর্মকর্তা )ইউ,এন,ও) ঝুমুর বালার আদালতে হাজির করা হলে বিচারক দিলিপকে ৩০ হাজার অর্থ দ-ে দ-িত করেন। ঝুমুর বালা সত্যতা স্বীকার করেন।