গৌরনদী
গৌরনদীতে শিক্ষা সপ্তাহ উপলক্ষে সেরা শিক্ষক নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ শিক্ষা সপ্তাহ ২০১৭ উপলক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয় শাখার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) আকতারুজ্জামান। আকতারুজ্জামান দক্ষিন পিংলাকাঠী নূরানী মাদ্রসার প্রতিষ্ঠাতা। আক্তারুজ্জামান খান (সুমন) বিএ অনার্স, এমএ ইংরেজী, বিএড। সে সাবেক উপজেলা পরিসংখ্যান অফিসার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান শামছুল হক ও আলহাজ্ব জাহানারা হকের পুত্র । কলেজ বিভাগে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (ব্যবস্থাপনা), রাজা রাম সাহা। রাজা গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় মানিক লাল সাহা ও স্বাধীর বাংলা বেতারের শিল্পী অরুনা সাহার পুত্র। সেরা স্কউট শিক্ষক নির্বাচিত হয়েছেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক রোকনুজ্জামান মনির ও সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়। গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) আকতারুজ্জামান বলেন, আমি অসহায় মেধাবীদের মেধা বিকাশে কাজ করতে চাই। প্রতিক্রিয়ায় পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক (ব্যবস্থাপনা), রাজা রাম সাহা বলেন, আমি মায়ের প্রতি শ্রদ্ধা জানাই। মায়ের ভালবাসা ও আর্শিবাদের কারণে এ জয় সম্ভব হয়েছে বলে তিনি মনে করেন।