গৌরনদী
শহীদ দিবসে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের মাসব্যাপি কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষ্যে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান গতকাল ভাষা সৈনিকের বাড়ি লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। কর্মসূচীর শেষ দিনে “ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ও ৫২‘র ভাষা আন্দোলন” বক্তৃতা প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউ-েশনের সহ-সভাপতি কাজী নুরল মতিন মাসুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক বেলাল হোসেন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম সবুজ, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ কুতুব উদ্দিন, লাখেরাজ কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খাদিজা আক্তার, প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক এম, আলম, সাবেক কোষাধ্যক্ষ উত্তম দাস। বক্তব্য রাখেন উত্তর রামসিদ্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন, বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাহিমা আক্তার, পূর্ব কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম প্রমূখ।