গৌরনদী
গৌরনদীর এসকেএম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ কবর জিয়ারত, আলোচনাসভা ও মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্যদিয়ে গতকাল শনিবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ এস,কে,এম মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম মাষ্টার মোকছেদুর রহমানের ৪১তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ তাজবিরুল মহসিন বাবুলের সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় বিদ্যালয় অনুষ্ঠিত আলোচনা সভা মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শিল্পী সাংবাদিক আমিন মোল্লা, শেখ রাসেল ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ তসলিম মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শওকত হোসেন বেপারী ও মেহেদী হাসান চঞ্চল, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সাত্তার বেপারী, রঙ্গলাল মন্ডল, জেসমিন বেগম, অনিমেষ মিস্ত্রী, সহকারী শিক্ষক, গৌরাঙ্গ ওঝা, মোঃ তরিকুল ইসলাম, আব্দুল জলিল শরীফ, সুজাতা বিশ্বাস প্রমুখ।