গৌরনদী
বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের একুশের প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ যথাযথ মর্যাদায় মহান একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস পালন উপলক্ষে শনিবার বিকেলে গৌরনদীর বার্থী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য, গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দা মনিরুন নাহার মেরী, বরিশাল জেলা পরিষদের সদস্য রাজু আহম্মেদ হারুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া। বক্তব্য রাখেন ইটালী আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম দিলীপ, উপজেলা যুবলীগের সভাপতি আনিসুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া, সাধারণ সম্পাদক লুৎফর রহমান দিপ, সরকারী গৌরনদী কলেজ ছাত্রসংসদের ভিপি সুমন মাহমুদ, ইউপি সদস্য মনু মোল্লা, খায়রুল ইসলাম খোকন, বজলুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা ফারুক বেপারী প্রমুখ।