গৌরনদী
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পিতা নিহত ॥ পুত্র আহত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের গৌরনদী উপজেলার নাঠৈ নামক এলাকায় সোমবার সন্ধ্যায় সড়ক দূর্ঘটনায় পিতা নিহত ও পুত্র গুরুতর আহত হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, গৌরনদীর নাঠৈ বাসষ্ট্যান্ডের বারেকের দোকানের সামনে গৌরনদীগামী একটি ইজিবাইকের সাথে বিপরীতদিক থেকে আসা আগৈলঝাড়াগামী মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নাঠৈ গ্রামের সৈয়দ মনির হোসেন (৪০) তার দশ বছরের পুত্র সন্তান সালমান গুরুতর আহত হয়। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকেরা মনির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। আহত পুত্র সালমানকে আশংকাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাপসাতালে প্রেরণ করা হয়।