গৌরনদী
সমকালের প্রতিনিধি হত্যার প্রতিবাদে উজিরপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ আওয়ামীলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহাজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে গতকাল বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসষ্টা-ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় সাংবাদিকরা।
সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদি বাসষ্টা-ে মানববন্ধন মানববন্ধনে অংশ নেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকরা। এর সঙ্গে সংহতি প্রকাশ করেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশের সভাপতিত্বে করেন উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মো. মহসিন মিয়া। এতে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বাবাগঞ্জ বিমানবন্দর থানা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন মুন্না, উজিরপুর প্রেসক্লাবেরপ্রতিষ্ঠাতা সদস্য ভবতোষ দাস, উজিরপুর প্রেসক্লাব সম্পাদক আব্দুর রহিম, সদস্য আবুল কাসেম, নাজমুল হক, সাকিল মাহমুদ প্রমূখ। বক্তারা হত্যার প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে হত্যাকারী পৌর মেয়র মিরুসহ হত্যায় জড়িতদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানান।