গৌরনদী
উজিরপুর কেন্দ্রে মুঠোফোনে নকল করায় পরীক্ষার্থী বহিষ্কার, ২০ শিক্ষকের জরিমানা
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুর সদরের ডব্লিউ.বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ব্যবহার করে অসদুপায় অবলম্বন করায় হৃদয় (১৫) নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত বিভিন্ন বিদ্যালয়ের ২০ জন শিক্ষককে ভ্রাম্যমান আদালতে ৪ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উজিরপুর সদরের ডব্লিউ.বি ইউনিয়ন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এস,এস,সি পরীক্ষা কেন্দ্রে রবিবার সকালে গণিত পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) ঝুমুর বালা। কেন্দ্রের ৫নং কক্ষে পরীক্ষার্থী হৃদয় (১৫) মোবাইল ফোনের মাধ্যমে উত্তরপত্র লেখার সময় হাতে-নাতে ধরে ফেলেন এবং মোবাইল ফোন জব্দ করেন। এসময় অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে পরীক্ষা কেন্দ্রে কর্তব্যরত একাধিক শিক্ষক জানান, পরীক্ষার বিভিন্ন কক্ষে কতিপয় দায়িত্বরত শিক্ষক তাদের নিজস্ব মুঠোফোনের মাধ্যমে উত্তর এনে পরীক্ষার্থীদের সহায়তা প্রদান করেন। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষে থাকা ২০ জন শিক্ষকের মুঠোফোন জব্দ করেন। বিকেলে তাদেরকে উজিরপুর ভ্রাম্যমান আদালতে বিচারক ও নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালার আদালতে হাজির করা হয়। বিচারক শিক্ষকদেরকে সর্বনি¤œ ২শত সর্বোচ্চ ৫ শত টাকা জরিমানা করে মুচলেকা আদায় করেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মেধাবী পরীক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে কোন কোন শিক্ষক ও শিক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে বাহিরে সরবারহ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে মোবাইলের মাধ্যমে উত্তরপত্র লেখায় পরীক্ষার্থী বহিষ্কার এবং কেন্দ্রে দায়িত্বরত ২০ জন শিক্ষক-শিক্ষিকার নিকট মোবাইল পাওয়ায় তাদের জরিমানা করা হয়েছে।